ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু  

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৬, ৩০ জুলাই ২০১৯

কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর সদরের চৌগুরী গ্রামের পশ্চিম পাড়ায় শাহজাহানের নতুন বাড়ীতে নির্মানাধীন ভবনে এ ঘটনা ঘটে। বাড়ীর মালিক শাহাজাহান চৌগুরী গ্রামের ঠিকাদার মহিনকে কন্টাক্টরকে কাজ দেয়।

নিহতরা হলেন চৌগুরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে আবুল কালাম (২০)ও নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন(১৮)।

স্থানীয়রা জানায়, চৌগুরি গ্রামের ব্যবসায়ী শাহাজাহানের নির্মাণাধীন তিনতলা ভবনের সেফটি ট্যাংকে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়। সেফটি ট্যাংকে পানি ভর্তি ছিল অনুমানিক ১০/১২ ফুট গভীর পানি সেচ না করে ট্যাংকির ছাঁদে সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।  

নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি